এইচ আর রুবেল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :– চলমান করোনাভাইরাস সংক্রমনের কারণে অসহায় হয়ে পড়া কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে মানবতার সেবায় নিয়োজিত সেবামুলক সংগঠন শাহে মদিনা যুবসংঘ ।
মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের করড়া শাহে মদিনা যুবসংঘ। তাদের অর্থায়নে করডা গ্রামের অসহায় কর্মহীন মানুষদের মাঝে সেহেরি ও ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শনিবার (২৫ এপ্রিল) বিকালে শাহে মদিনা যুবসংঘ কর্মহীন ১৪ পরিবারের মাঝে খাদ্য সমগ্রী পৌঁছে দেন ।
করড়া শাহে মদিনা যুবসংঘের সভাপতি আরিফ চৌধুরী বলেন, আমরা শাহে মদিনা যুবসংঘ নামে একটা সেবা মুলক সংগঠন তৈরী করেছি আমাদের এই খাদ্য বিতরণ কর্মসূচি পুরো রমজান মাস চলমান থাকবে ইনশা্আল্লাহ্ ।
আমাদের সংগঠনের মুল লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজের অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করা এবং বর্তমানে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে বাংলাদেশসহ পুরো বিশ্ব আজ অচল হয়ে পড়েছে। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি করড়া গ্রামের অসহায় কর্মহীন যত পরিবার আছে,তাদেরকে আমাদের শাহে মদিনা যুবসংঘের পক্ষ থেকে পুরো রমজান মাসের সেহেরি ও ইফতারি তাদের বাড়িতে পৌঁছে দিবো।
শনিবার খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন। করড়া শাহে মদিনা যুবসংঘের সভাপতি আরিফ চৌধুরী
,তৌহিদুল ইসলাম, সুজন রাজ,তামিম চৌধুরী, তারেক চৌধুরী, শামসুল হক, শাহ্জাহান প্রমুখ।