মমিনুল ইসলাম, মতলব উত্তর (চাঁদপুর) থেকে :
করোনা সংক্রমণের মোকাবিলা করতে চাঁদপুর জেলায় চলছে লকডাউন। মানুষকে বারবার বলা হচ্ছে ঘরে থাকতে। তারপরও কিছু মানুষ বিনা প্রয়োজনে সরকারি নির্দেশনা অমান্য করে ঘুরে বেড়াচ্ছে।
ফলে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগত স্থলে পুলিশ অভিযান পরিচালনা করে, জনসচেতনতা বৃদ্ধি করে চলছে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা।
রোববার সকালে ছেংগারচর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব রেখে পণ্য কেনা কাটা করার জন্য বাজার মনিটরিং করেন।
এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা মোতাবেকসবাইকে চলাফেরা করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারে কেনা কাটা করতেই এ মনিটরিং করা হয়।