কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের কাউখালীতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা কর্মহীন অসহায় মানুষদের মাঝে টানা ৪র্থ দিনের মতো খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেছেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নিবার্হী কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ।
মঙ্গলবার উপজেলার ৩নং কাউখালী সদর ইউনিয়নের অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরে কাউখালী সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের কর্মহীন শ্রমজীবি ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল ও আলু। এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ মুঠো ফোনে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ দেশনেত্রী বেগম জিয়ার পক্ষে কাউখালীর
কর্মহীন মানুষদের মাঝে আমি এ ছোট আকারে খাদ্যসামগ্রী পৌছে দেওয়ার চেষ্টা করছি। এ কর্মসূচী চলমান থাকবে ইনশা্আল্লাহ্ ।