এইচ আর রুবেল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ,শাহজী বাজার সুতাংয়ে সামাজিক দূরত্ব অগ্রাহ্য করেই চলছে প্রতিদিনের বাজার। ভোরবেলা থেকে মানুষজন আসতে শুরু করে এ বাজারে।
সকাল থেকে শুরু হয়ে চলে একটানা ২ টা পর্যন্ত। প্রশাসন চেষ্টা করেও পারছেনা জনসমাগম কমাতে।
এদিকে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী গণসচেতনতা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করলেও জনসাধারণের মধ্যে তার প্রভাব পড়ছে না। সরকারি নিষেধ অমান্য করেই বিভিন্ন এলাকায় বসছে বাজার। এমনকি এখনোও সাপ্তাহিক হাট বন্ধ হয়নি ।
গত এক সপ্তাহে দৈনিক ও সাপ্তাহিক হাট-বাজার ঘুরে দেখা গেছে, নিরাপদ দূরত্ব বজায় না রেখে চলাচল করা কিংবা দোকান থেকে জিনিস ক্রয় করছে মানুষ। সুতাং বাজারের হাট সপ্তাহে দুই দিন (রবিবার ও বুধবার) আগের নিয়মেই বসছে। ক্রেতা সমাগম কম হলেও মানছেনা সামাজিক দূরত্ব।
এতে বাড়ছে করোনা সংক্রমনের ঝুঁকি। মুদি মাল ও ঔষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখার নির্দেশনা থাকলেও , তা মানা হচ্ছে না।
স্থানীয় লোকজন জানান ,প্রতি সপ্তাহে বাজার বসে। সেখানে ভিড় করছে শত শত মানুষ। শাক-সবজি থেকে মাছ-মাংস কেনা কোনোটাতেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। মানুষ সচেতন না হলে এতে বাড়তে থাকবে করোনা সংক্রমনের ঝুঁকি।