করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরা অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন কাঁচেরকোল ইউনিয়নের কাজীপাড়া যুবসমাজ।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলাধীন কাঁচেরকোল ইউনিয়নের প্রতন্ত অঞ্চল কাজীপাড়া ও চরপাড়া গ্রামে যুবসমাজের উদ্যোগে অসহায় ও দরিদ্র ৯২টি পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
কাজীপাড়া যুবসমাজের উদ্যোক্তা মমিনুল ইসলাম হিটু জানান, আমাদের পাড়া-মহল্লার কিছু বন্ধুবান্ধব, ভাই ,চাকুরীজীবিদের সার্বিক সহযোগিতায় আমরা আমাদের এলাকার ২টি গ্রামে মোট ৯২টি পরিবারের জন্য চাউল ১০ কেজি, সয়াবিন তৈল ১ কেজি, মসুরের ডাল ১ কেজি ও আধাকেজি খেজুর ঘরে ঘরে পৌঁছে দিয়েছি।
হিটু আরো জানান, হযরত ইবরাহীম (আঃ) এই শিক্ষাই দিয়েছেন যে মানুষের শুধু কোন মহৎ কাজ শেষ করেই তৃপ্ত না হয়ে কিংবা গর্ব না করে, বরং ঐ কাজটি কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যারা উপহার সামগ্রী বিতরণের জন্য বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন আপনি তাদেরকে কবুল করুন এবং আমাদের সকলকে একে অপরের সাহায্য সহযোগিতা করার তৌফিক দিন।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন মমিনুল ইসলাম হিটু, আশিকুর রহমান, আসলাম ইসলাম, কাজী কনক, রাকিবুল ইসলাম রাকিব, রাজা, মিথুন, ইব্রাহিম, হাফিজ, মাহমুদ, লিখনসহ প্রমুখ।
কাজীপাড়া যুবসমাজের প্রচেষ্টায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে