মনিরুজ্জামান মনির, শৈলকুপা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের বিশেষ অভিযানে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় তৈরী ঢাল উদ্ধার করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমানের নির্দেশে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় কাতলাগাড়ী পুরাতন বাজারের পাশ থেকে মামুন (২২), বাবুল মন্ডল (৪৫) ও শাহিন মন্ডল (২০) কে আটক করে ও ২৯ টি ঢাল উদ্ধার করে। আটককৃতরা হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়ী গ্রামের বাসিন্দা।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, পাশ্ববর্তী রাজবাড়ী জেলার পাংশা থানা এলাকায় দেশীয় তৈরী ঢাল সরবরাহ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। এছাড়াও ২৯ টি ঢাল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
তিনি আরো বলেন, ধারণা করা যাচ্ছে সামাজিক দাঙ্গা- হাঙ্গামা করার উদ্দেশ্য এসব ঢাল অন্য জায়গা সরবরাহ করা হচ্ছিল।