লিখন মুন্সী ,মাদারীপুর থেকে :
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বাধ্যতামূলক ছুটিতে শ্রমজীবী ও কর্মহীন মানুষের দুর্ভোগ চরমে। এ সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাদারীপুর জেলা শহরের ঝাউদি ইউনিয়নের মাদ্রা এলাকায় মোল্লা ফাউন্ডেশন এর উদ্যোগে ধাপে ধাপে খাদ্য সামগ্রী বিতরণ চলছে।
গত ৯ এপ্রিল থেকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক ছুটির কারণে নিম্নআয়ের মানুষের শ্রমজীবী হাজার হাজার মানুষ খাদ্য সংকটে পড়েছে এ কথা চিন্তা করে মাদ্রা মোল্লা ফাউন্ডেশন নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করছেন । ইতিপূর্বে ১১০টি পরিবারের মধ্যে চাল ডাল তেল আলু সাবান বিতরণ করেন ।
এই কর্মসূচির আওতায় গতকাল ৩০ এপ্রিল ও আজ ১ মে দুইদিনব্যাপী ৩২০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন । গত দুই দিনে খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু ,তেল ও ঔষধ বিতরন করা হয় ।
মোল্লা ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানিয়েছেন তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে । খাদ্য সামগ্রী বিতরণ কালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম মোল্লা ,মাসুদুর রহমান মোল্লা, মোঃ শওকত হোসেন ,মোঃ লাবিব মোল্লা, মোঃ রহমান মোল্লা প্রমুখ।