বিশেষ প্রতিনিধি ,কাউখালী থেকে ॥
কাউখালী উপজেলাবাসী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাধ্যমে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। রমজান উপলক্ষ্যে জেলার অন্যান্য উপজেলায় টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে তেল, ডাল, পেঁয়াজ, আলু, চিনি, ছোলা, চিড়াসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বাজার মূল্যের চেয়ে কমমূল্যে বিক্রি করায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা ব্যাপক উপকৃত হচ্ছে।
উপজেলার একটা বড় অংশ নিম্ন আয় এবং দিনমজুর। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য ব্যবসায়ীরা নির্ধারিত চার্টের কোন ধার ধারছে না। বাজারে ক্রেতা মোঃ রফিকুল ইসলাম জানান, টিসিবির মাধ্যমে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা হলে বাজার নিয়ন্ত্রনে চলে আসবে।