মনিরুজ্জামান মনির, শৈলকুপা প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রমণে শ্রমিক সঙ্কট থাকায় ঝিনাইদহের এক গরিব কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে শৈলকুপা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
৮ মে (শুক্রবার) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার শিক্ষকপাড়া গ্রামের কৃষক সুজায়েত আলীর ধান কেটে দেন তারা। শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাসের নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী ধান কেটে জমিতে রেখে আসেন। পরে তা শুকালে বাড়িতে নিয়ে মাড়াইয়ের জন্য কৃষককের আর্থিক সহযোগিতাও করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদার, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, মিরাজ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান ,তামিম মোহাম্মদ আকাশ, সহ-সম্পাদক রিয়াজ বিশ্বাস, অর্থ বিষয়ক সম্পাদক ইহশানুজ্জামান নিশান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ও ৭নং হাকিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপজেলা ছাত্রলীগ সভাপতি দিনার বিশ্বাস বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য এর দিক নির্দেশনায় শৈলকুপা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের দূর্দিনে পাশে এসে দাড়িয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকদের ধান কেটে দেওয়া হবে বলে জানান নেতৃবৃন্দ। তিনি আরো বলেন, কোন কৃষক ধান কাটতে পারছেন না এমন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করলে ধান কেটে দেওয়া হবে এবং অব্যাহত থাকবে।