মতলব প্রতিনিধিঃ-
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ২২০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ইউনিয়ন যুবলীগ।
শুক্রবার (০৮ মে) সকালে নিশ্চিতপুর স্কুল ও ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে সারা বাংলাদেশে যুবলীগের ত্রাণ কমিটি গঠন করা হয়।
তারই ধারাবাহিকতায় চাঁদপুর-২ মতলব (উঃ) ৫নং দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের ত্রাণ কমিটির মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ত্রাণকমিটির আহ্ববায়ক সেলিম হোসেন খাঁন, যুগ্ম-আহ্ববায়ক আতিকুর রহমান খাঁন (সোহান), যুগ্ম আহ্ববায়ক সাইফুল ইসলাম, সদস্য স্বপন মুন্সী ও ইউনিয়ন আওয়ামীলীগের নেত্রীবৃন্দের উপস্থিতিতে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় ও কর্মহীন ২২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
ত্রাণ বিতরণে সার্বিক সহযোগীতা করেন মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জি:মোঃ কামরুজ্জামান খাঁন।