মতলব উত্তর প্রতিনিধিঃ-
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর ছাত্রলীগ নেতা রাজিব মিয়ার উদ্যোগে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা।
শনিবার (০৯ মে) সকালে ছেংগারচর পৌর এলাকার শিকিরচর গ্রামের এক কৃষকের ৫০ শতাংশ জমির ধান কেটে দেওয়া হয়।
করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দেওয়ায় কৃষকের লোকসান কমাতে চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশে গরিব কৃষকের পাশে দাঁড়িয়েছে ছেংগারচর পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা কৃষকের ধান কেটে জমি থেকে বাড়ি পৌঁছে দিচ্ছে।
পৌর ছাত্রলীগ নেতা রাজিব মিয়ার নেতৃত্বে ধান কাটায় অংশ গ্রহণ করেন রিফাত, মিদুল, সিফাত, জনি, মেহেদী, রিদয়, আওলাদ হোসেন, বাবু, সালাম, শুব, মুন্না প্রমুখ।
পৌর ছাত্রলীগ নেতা রাজিব মিয়া জানান, ‘মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করেছি। যেসব দরিদ্র কৃষক জমির ধান কাটতে পারছে না তাদেরকে আমরা জমির ধান কাটাসহ বাড়িতে পৌঁছানোর কাজে সার্বিক সহযোগিতা করছি। আগামীতে কেউ সহায়তা চাইলে আমারা ওই কৃষকের পাশে দাড়াবো। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।