এইচ আর রুবেল ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ঘটনার মামলার মূল নায়ক আক্তার মিয়াসহ উভয় পক্ষের আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৯মে) আজমিরীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আক্তার মিয়াকে আটক করে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, আক্তার মিয়া টাকা পয়সা দিয়ে গ্রামে আক্তার বাহিনী নামে একটি বাহিনী করেছে। ঐ বাহিনী দিনে রাতে গ্রামে ঘুরে ঘুরে তুচ্ছ ঘটনা নিয়ে মানুষের সাথে ঝগড়া সৃষ্টি করে রাখে। একসময় তাদেরকে দিয়ে দাঙ্গা-হাঙ্গামা করে মামলা-মুকাদ্দমা করে ক্ষয়ক্ষতি ও লুটপাট করা তার প্রধান কাজ।
গত ৭মে আক্তার মিয়া পুর্বপরিকল্পিতভাবে সাবেক মেম্বার শাহজাহান মিয়ার সাথে দাঙ্গায় লিপ্ত হয়। আক্তার মিয়া ঐদিন ভাড়া করে লোক নিয়ে আসে বলেও এলাকাবাসী অভিযোগ করেন।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোশাররফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (৭মে) ভোর ৫টা থেকে সকাল ১০ পর্যন্ত নোয়াগড় গ্রামে সাবেক ইউপি মেম্বার শাহজাহান মিয়া ও আক্তার মিয়া গংদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ৫জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হলে পুলিশ ৮০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে দাঙ্গাবাজ আক্তারসহ উভয় পক্ষের ১২জনকে আটক করে পুলিশ।
চ্যাটের কথোপকথন বন্ধ হয়েছে