এফ এম আনসারী :
সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি লাভের আশায় রাজধানীর মিরপুর প্রেসক্লাবে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় মিরপুর প্রেসক্লাবের প্রধান কার্যালয়ে যথাযোগ্য ভাবগাম্ভীর্য , সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ মাহফিল আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে মিরপুর প্রেসক্লাবের সভাপতি সৈয়দ শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক ও দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রার সিনিয়র স্ট্যাফ রিপোর্টার আব্দুর রশিদ, প্রচার সম্পাদক ও দৈনিক নতুন সময় পত্রিকার মারুফ হায়দার, দপ্তর সম্পাদক ও দৈনিক গণ মানুষের আওয়াজ পত্রিকার শাহজাহান সিরাজ সবুজসহ সংগঠনের প্রায় সকল নেতা-নেত্রী, সাধারন সদস্যসহ অসংখ্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি সৈয়দ শফিকুর রহমান পলাশ বলেন, বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। সবাইকে ঘরে থাকতে হবে। সামাজিক দুরত্ব মেনে চলতে হবে। আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে সুস্থ থাকি ও পরিবারকে সুস্থ রাখি।
সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা বলেন, এ সংগঠনটির কর্মকান্ড মুলধারা ও জাতীয় পর্যায়ে নিয়ে যেতে নিরলস কাজ করে যাচ্ছি। সংগঠনের যে কোন সদস্যের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ছি। ইনশাআল্লাহ যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন এই সংগঠনের জন্য কাজ করে যাব।