মনিরুজ্জামান মনির, শৈলকুপা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামে আ’লীগের দুগ্রুপের সামাজিক বিরোধে মন্ডল গোষ্টি ও খাঁ গোষ্ঠির মধ্যে সংঘর্ষ, মন্ডল গোষ্ঠির ২ জন নিহত।
এছাড়াও নিহত অভির পিতা লোকমান মন্ডলের অবস্থা আশঙ্কাজনক। ঝিনাইদহ সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
গ্রামটিতে থমথমে অবস্থা বিরাজ করছে, পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, কাঁচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামে ৭ মে সকালে আয়ুব মুসল্লী নামে এক ব্যক্তির উপর হামলা করে খাঁ গ্রুপ একই দিন বিকালে মকবুল হোসেন ও তার ভাতিজা রাকিবুল ইসলাম পলাশের উপর পরিকল্পিত হামলাকরে আব্দুর রশিদ খাঁ গ্রুপের কর্মী সমর্থকেরা।
এ ঘটনায় ১০ মে (রবিবার) সকালে অবেদ খাঁ নামে এক ব্যক্তির উপর হামলা চালায় প্রতিপক্ষ মন্ডল গ্রুপ ফলে গ্রামটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার( ১১ মে) দুপুরে আব্দুর রশিদ খাঁ গ্রুপের লোকজন মকবুল মন্ডলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে অভি (২৫) পিতা লোকমান মন্ডল, লাল্টু (৪৫) পিতা মনজের মন্ডল ও মনজের মন্ডল (৬০) গুরুতর আহত হয়।
তাদেরকে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার অভি ও লাল্টুকে মৃত বলে ঘোষণা করে এবং আশঙ্কাজনক অবস্থায় মনজ মন্ডলকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশেন উর্দ্ধতন কর্তৃপক্ষ শৈলকুপা সার্কেল এএসপি আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে মামলার প্রস্তুতি চলছে এছাড়াও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামটিতে থমথমে অবস্থা বিরাজ করায় সংঘর্ষ ও ভাংচুর লুটপাট প্রতিরোধ করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য এসময় বাইরের গ্রাম থেকে কয়েকজন ব্যক্তি লুটপাট করতে এসে লুটের মালামালসহ ৫জনকে হাতে নাতে আটক করে পুলিশ।