মাদারীপুর প্রতিনিধিঃ
প্রাণঘাতি নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার সকালে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী
বিতরণ করা হয়।
সকালে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পৌরমেয়র ও কল্যাণ সমিতির উপদেষ্টা মো. খালিদ হোসেন ইয়াদ ।
সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম.আর মুতর্জা। এসময় অসহায়দের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, এক কেজি তেল ও এক কেজি লবন দেয়া হয়।
এসব খাদ্য সামগ্রী পেয়ে দুঃস্থ পরিবারের মাঝে হাঁসি ফুটে উঠে। এসময় সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক এম.আর মুতর্জা বলেন , ‘সাংবাদিকরাও দুঃসময়ে যে মানুষের পাশে থাকতে পারে সেটাই আমরা চেষ্টা করেছি। আগামীতে ও ঈদে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হবে। কল্যাণ সমিতি শুধু সাংবাদিকদেরই নয়, সাধারণ মানুষেরও পাশে থাকে।