মতলব উত্তর প্রতিনিধিঃ-
মানুষ মানুষের জন্য। মানবতাই পরম ধর্ম। করোনা ভাইরাসে সঙ্কট মোকাবেলায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা অব্যাহত রাখছেন ইতালী প্রবাসী নাসির খাঁন। নাসির খান তার ব্যাক্তিগত উদ্যাগে গজরা ইউনিয়নের গরীব অসহায় ও কর্মহীন পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, তৈল, আলু ইত্যাদি উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়।
এছাড়া শ্বশুরের এলাকা ঘাসিরচরে নাসির খাঁন তার সহধর্মিণীর সহযোগিতায় ১১ মে সকাল ১০ ঘটিকায় দূর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর প্রাথমিক বিদ্যালয়ে ৫২টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন ।
তিনি প্রতিটি অসহায় পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১কেজি ডাল, ১লিটার তৈল, ১ কেজি পেয়াজ , ১টি সাবান, বিতরণ করেন।
নাসির খাঁনের সহধর্মিণী তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।