কাপ্তাই প্রতিনিধিঃ
আজ কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি গ্রামের (পুরান মারমা পাড়া, মুসলিম পাড়া) হতদরিদ্র ৫০ টি পরিবারর মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, তৈল, আলু, লবন, নাপ্পি ও সাবান।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস উমেচিং মারমা, ব্যাংঙছড়ি মারমাপাড়ার হেডম্যান বাবু সুইচিংমং মারমা, সামাজিক উদ্যোক্তা ও সংস্কৃতিকর্মী বাবু মংচাই মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।