1. rajubdnews@gmail.com : admin :
  2. 52newsbangla@gmail.com : News 52 Bangla : Nurul Huda News 52 Bangla
  3. 52newsbangla1@gmail.com : News 52 Bangla : Nurul Huda News 52 Bangla
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

করোনা মোকাবিলায় লটারী ভাবনা ,২০২০ইং —- মোঃ হাবিবুর রহমান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

করোনা মোকাবিলায় লটারী ভাবনা — মোঃ হাবিবুর রহমান

ভাবনাটি গৃহিত ও বাস্তবায়িত হলেঃ-

১. সরকারী এাণ তহবিলে প্রতি মাসে ৭৬৮ কোটি টাকা জমা হবে

২. লটারীর মাধ্যমে পুরুস্কার প্রাপ্ত ৪৭ জন মানুষ আর্থিক ভাবে সচ্ছল হবেন।

ভাবনা গুলো নিম্নে উল্লেখ করা হলোঃ-

ক) বাংলাদেশের মোট জেলা ৬৪ টি।
খ) প্রতি জেলার জন্য ৩ লক্ষ টিকেট ছাড়া হবে।
গ) প্রতিটি লটারী টিকিটের মূল্য হবে ১০০০ টাকা।
ঘ) নিরাপওা জনিত কারণে টিকেট গুলি ছাপানো হবে টাকশালে ।
ঙ) টিকিটের মোট বিক্রয় মূল্য হবে উনিশত ২০ কোটি টাকা ।
চ) ইহার মধ্যে শতকরা ৪০ ভাগ অর্থ্যাৎ ৭৬৮ কোটি টাকা এাণ তহবিলে জমা হবে বাকী ১১শ ৫২কোটি টাকা পুরস্কার হিসাবে প্রদান করা হবে।
ছ) ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচার করতে হবে। সরকারী প্রচারণা হিসাবে সৌজন্য প্রচার করতে হবে।
জ) সরকারী অংশে ৭৬৮ কোটি টাকা প্রতি জেলায় ভাগ করলে প্রতি জেলা ১২ কোটি টাকা পাবে। (বন্টন জনসংখ্যার ভিওিতে হতে পারে )
ঝ) লটারী প্রতি মাসে ১বার অনুষ্ঠিত হবে যাতে প্রতি মাসে প্রতি জেলায় ১২ কোটি টাকা এাণ হিসাবে পেতে পারে।
ঞ) মোট প্রাপ্ত ১৯২০ কোটি হতে ৭৬৮ কোটি টাকা বাদ দিলে ১১শ ৫২কোটি টাকা লটারীর পুরস্কার হিসাবে প্রদান করা হবে।
ট) মোট পুরস্কারের সংখ্যা ৪৭ টি ।
ঠ) ১ম পুরস্কার ৩০০ কোটি টাকা ।
ড) ২য় পুরস্কার ২০০ কোটি টাকা ।
ঢ) ৩য় পুরস্কার ১০০ কোটি টাকা।
ণ) ৪র্থ পুরস্কার ৫১ কোটি টাকা।

ত) ৫ম পুরস্কার ৪১ কোটি টাকা।
থ) ৬ষ্ঠ পুরস্কার ৩০ কোটি টাকা।
দ) ৭ম পুরস্কার ২৫ কোটি টাকা।
ধ) ৮ম পুরস্কার ১৫ কোটি টাকা।
ন) ৯ম হইতে ৪৭তম সহ মোট ৩৯ টা প্রতি টি পুরস্কার হবে ১০কোটি টাকা ।

**লটারী প্রাপ্তরা অর্জিত পুরস্কারের উপরে ৫% হারে আয়কর পরিশোধ করবেন।

** প্রস্তাব টি গৃহিত হইলে প্রতি মাসে করোনা দুর্যোগ কালীন সময়ে প্রতি জেলায় প্রতি মাসে এাণ হিসাবে ১২ কোটি টাকা প্রাপ্ত হবেন।

# সকল টিকিট বিক্রির দায়িত্ব সোনালী, অগ্রণী, পূবালী, জনতা ব্যাংক জেলা শাখা কে দেওয়া যাইতে পারে। উক্ত ব্যাংক সমুহ জেলার সকল শাখা হতে লটারীর টিকিট বিক্রি করবে।
# উক্ত ব্যাংক সূমহ বিক্রয়লব্দ অর্থের ৪০% স্থানীয় এাণ তহবিলে জমা রেখে বাকী ৬০% প্রধানমন্ত্রীর লটারী তহবিলে জমা করবেন।
# লটারী ড্র প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হতে পারে।
# এাণ বিতরণের জন্য স্বচ্ছ তালিকা তৈরী করতে হবে এবং তালিকা অনুযায়ী সকল ক্ষুদার্থ মানুষের ব্যাংক হিসাবে জমা করা যেতে পারে।
# সঠিক বিতরণের জন্য সেনাবাহীনিকে দায়িত্ব দেওয়া যেতে পারে।  তবে একবার সিস্টেম চালু হলে বিতরণ সহজ হবে আশা করি।
# ইনশাআল্লাহ্ লটারীর পুরস্কার আকর্ষনীয় হওয়ায় লক্ষ্য অর্জিত হবে আশা করি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
2019 All rights reserved by |Dainik Donet Bangladesh| Design and Developed by- News 52 Bangla Team.
Theme Customized BY News52Bamg;a