কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলার কাপ্তাই সেনা জোন ডেয়ারিং টাইগার্স ২৩ ইস্ট বেংগল আয়োজনে অসহায় দুঃস্থদের মাঝে শনিবার(১৬মে) বিউবো স্কুল মাঠে বেলা১টায়,চাল,ডাল,আলু,তেল,লবন,বিস্কুট,সুজি ও পিয়াজ প্রদান করা হয়।
২৩ ইস্ট বেংগল মেজর মোঃ মনজুর হোসেন উপস্থিত থেকে ১শ’লোকদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রাণ বিতরণ করেন।
তিনি বলেন,কোভিড-১৯ ভাইরাস সারা বিশ্বে ধারণ করায় বাংলাদেশেও এ আকার ধারণ করেছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। এ ছাড়া মানুষকে সচেতন করে যাচ্ছি। তারি ধারাবাহিকতায় সদর দপ্তর রাঙ্গামাটি রিজিয়নের অধিনস্থ কাপ্তাই জোন কাজ করে যাচ্ছে।
ত্রাণ সহায়তা প্রদান কালে ৪নং ইউপি জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।