তাল গাছ এক পায়ে দাড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, কবির সেই কবিতার উক্তি টির সাথে মিল নেই এখন তাল গাছ সব গাছ ছাড়িয়ে, তো কথা দুরের কথা, নিজের অস্তিত্ব বিলীনের পথে।
একসময় গ্রামেগঞ্জে প্রচুর তাল গাছ দেখা যেতো, মানুষ তাদের বাড়ির পুকুর পাড়ে বড় ঘরের পিছনে,বাড়ির আঙ্গিনায়, সামনের অংশে তাল গাছ লাগাত , তাল গাছে কোন প্রকার ঔষধ দেওয়া লাগেনা । তাল গাছের পোকা মাকর কোন ক্ষতি করতে পারেনা তাল গাছের কাঠ বেশ মজবুত দামে ও সস্তা গ্রামের মানুষ তাল গাছের কাঠ ঘরের আদল হিসেবে ব্যবহার করতে।
তালগাছ বজ্রপাত থেকে ঘর বাড়ী, মানুষকে রক্ষার সহায়ক হিসেবে কাজ করে,বন অধিদপ্তর থেকে প্রায়ই দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তাল গাছ লাগানোর আহ্ববান করেন।
কিন্তু তারপরও মানুষ তালগাছ সে ভাবে লাগায় না। এখন সে ভাবে তালগাছ চোখে পড়ে না, ফলে তাল গাছ হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে ।।