এফ এম আনসারী :
আওয়ামী লীগের সভাপতি ,জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী সেচ্ছাসেবকলীগ, ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের সার্বিক তত্ত্বাবধানে এ ওয়ার্ড কার্যালয়ে প্রায় এক হাজার গরিব, অসহায় ও দু:স্থ মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতা ও কর্মীবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ১৯৮১ সালের এই দিনে ছয় বছরের নির্বাসন শেষে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসেন। আজ শেখ হাসিনা আছে বলে প্রত্যেক শিশুর হাতে বই আছে। করোনার মহামারী থেকে দেশের মানুষকে আল্লাহর রহমতে রক্ষা করা আপ্রাণ চেষ্টা করছে। শেখ হাসিনা আছে বলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আনিছুর রহমান নাঈমের সঠিক নেতৃত্বে অত্র ওয়ার্ডে সকল মানুষ তার পাশে রয়েছে।
আনিছুর রহমান নাঈম বলেন, এ ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ আমাকে মনে প্রাণে ভালোবাসে। আমিও তাদেরকে ভালোবাসী। এই ওয়ার্ডের জনগণের জন্য আমি আজীবন কাজ করে যেতে চাই।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। শুধুমাত্র শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করার কারণে ঘাতকদের হাত থেকে বেঁচে যান।
১৯৮১ সালের ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে দলের সভাপতি নির্বাচিত করা হয়।
প্রতিবছর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। কিন্তু এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে আনুষ্ঠানিক ভাবে কোনো কর্মসূচি পালিত হচ্ছে না।