মোঃ ছাইদুর রহমান , কাউখালী প্রতিনিধিঃ
কাউখালী উপজেলার উপকূলে ভয়ংকর আম্ফান তছনছ করেছে গাছপালা, মানুষের ঘরবাড়ি, মাছের ঘের, বেরিবাঁধ। ১৩টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে ।
। জলোচ্ছ্বাস এর কারণে উপজেলার নিচু এলাকার অধিকাংশ বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হাটু সমান পানি ঢুকে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার গাছপালা ভেঙে পড়েছে। জলোচ্ছ্বাস এর কারণে উপজেলার কয়েক শতাধিক মাছের ঘের ও পুকুর থেকে মাছ ভেসে গেছে। কৃষিপণ্যের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবক বৃন্দ বিভিন্ন রাস্তার উপর পড়ে থাকা গাছপালা তারা রাত থেকেই অপসারণ করার কাজে নেমে পড়েছেন।
এছাড়া উপজেলা প্রশাসন উপজেলার ১৪টি আশ্রয় কেন্দ্রে রাতে রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে পিরোজপুর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় আম্ফান কবলিত মানুষকে রান্না করা খাবার, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোসা, খালেদা খাতুন রেখা বলেন,বাংলাদেশের মানুষের সেবায় মাননীয় প্রধানমন্ত্রীর এ সেবা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।