কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪৬ টি মসজিদের অনুকূলে প্রত্যেকটি মসজিদে ৫০০০ টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল তাঁর দপ্তরে উপজেলার মসজিদের প্রতিনিধিদের হাতে প্রধানমন্ত্রীর এই অনুদান তুলে দেন।
তিনি জানান, কাপ্তাই উপজেলার ৪৬ টি মসজিদের প্রত্যেকটিতে ৫০০০ টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান প্রদান করা হয়েছে এবং পরবর্তীতে বাকী মসজিদ গুলোকে সহায়তা প্রদান করা হবে। এ সময়ে ইসলামিক ফাউন্ডেশনের এফএস এম মাঈনুল আলম মুবিন উপস্থিত ছিলেন।