মমিনুল ইসলাম:-
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের কারণে বেকার হওয়া গরীব, দূঃস্থ, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাঝে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে ছেংগারচর পৌর অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব আল মাহমুদ টিটু মোল্লার সন্ঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আবদুস সাত্তার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন রতন ফরাজী, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সেলিম মিয়া, পৌর প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, কাউন্সিলর বোরহান উদ্দিন, শাহাদাত হোসেন খোকন ঢালি, সাবেক কাউন্সিলর আবু জাফর সরকার ডালিম, পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী ও সাধারণ সম্পাদক জামান সরকার, বিশিষ্ট ঠিকাদার মুসলিম খান, আলাউদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, ওমর খান সহ নেতৃবৃন্দ।