এফ এম আনসারী:
বিশ্বব্যপী করোনার মহামারীতে দুর্বিসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের গরীব, অসহায় ও দুঃখী মানুষের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রি বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাজিব হোসেন। শনিবার যোহরের নামাজের পর স্থানীয় সংসদ সংদস্য মো. আসলামুল হকের সার্বিক ব্যবস্থাপনা ও অনুপ্রেরণায় মিরপুরের হাজী রোডে পিডাব্লিউডি স্ট্যাফ কোয়ার্টারের নির্মানাধীন ভবন মাঠে এ খাদ্য সামগ্রি বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এসময় তিন’শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ তোফাজ্জল হোসেন টেনুসহ ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রায় সকল নেতা ও কর্মী ও স্থানীয় অসংখ্য বাসিন্দারা।
সামাজিক দুরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দরা সমাজ উন্নয়নের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে তাতে অত্র এলাকার সাধারন মানুষজনসহ আমি চরম খুশি। এসব যুবকরাই পারবে এ সমাজ উন্নয়ন করতে। তারাই দেশ উন্নয়নের একমাত্র হাতিয়ার। বর্তমান করোনা মহামারীতে তারা যেভাবে গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের সেবা করে যাচ্ছে তাতে করে তাদেরকে আরো উৎসাহ দিতে সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাজিব হোসেন বলেন, আমরা এলাকার সকল যুবকদের নিয়ে এলাকার অসহায়, গরিব ও দুঃখী মানুষ জনকে সেবা দিয়ে যাচ্ছি। করোনার মহামারী যতদিন থাকবে ততদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ কার্যক্রমে আমাদেরকে সার্বিক সহায়তা করছে স্থানীয় এমপি মোঃ আসলামুল হক ও কাউন্সিলর মোঃ তোফাজ্জল হোসেন টেনু কাকা। আমাদের এ কাজে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কাজ করা সহজ হবে।