মোঃ ছাইদুর রহমান,কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা :
করোনা ভাইরাসের মহামারির মধ্যে দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাওয়ায় সারা দেশের ন্যায় পিরোজপুরের কাউখালী উপজেলার ২৫০টি মসজিদের প্রত্যেকটি মসজিদে ৫ হাজার টাকা অনুদান প্রদান করেছে সরকার।
শনিবার দুপুরে কাউখালী উপজেলা হলরুমে প্রতি মসজিদ অনুকূলে কর্তৃপক্ষের কাছে ৫হাজার টাকা হারে অনুদান প্রদান করেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস
চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সহকারী ভূমি কমিশার মোঃ রফিকুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন প্রমুখ।