কাপ্তাই প্রতিনিধিঃ
“সাহায্য মানে দান নয় ” সাহায্য মানে ভালোবাসা ” এ মূলমন্ত্রকে সামনে রেখে একদল কলেজ ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীর আয়োজনে অরাজনৈতি সংগঠন কাপ্তাই হিলফুল ফুযুল যুব কাফেলা পরিবারের উদ্যোগে অসহায়,দুঃস্থ,গরীব দুঃখিদের পবিত্র ঈদ উপলক্ষে সেমাই,নুডুস,পিয়াজ,তেল,লবন,দুধ,সাবানসহ ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়।
শনিবার(২৩মে) অত্র সংগঠনের যুবকরা ৬০ দুঃস্থ পরিবারের মাঝে নিজেরা ঈদ সামগ্রী উপহার পৌছে দেয়।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন,দেশ ব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে বলে উল্লেখ করেন।