মনিরুজ্জামান মনির, (শৈলকুপা) ঝিনাইদহ–
মায়ের কাছ থেকে ঈদ শপিংয়ের টাকা নিয়ে ঝিনাইদহে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ঝিনাইদহ ১ সংসদের এমপি জনাম মো: আব্দুল হাই ও বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নির্দেশে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: সজিব হোসাইন ।
শুক্রবার (২২-মে) বিকেলে ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে জেলা ছাত্রলীগের অন্যতম নেতার নিজ উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের চলমান কমিটির সাংগঠনিক সম্পাদক মো: সজিব হোসাইন অসহায় মানুষের মাঝে ১৪৫ প্যাকেট ইফতার বিতরণ করেন।
ইফতার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মীরা।
সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব হোসেন বলেন, ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। করুণা ভাইরাসের প্রাদুর্ভাব দুর্দিনে গরীব মেহনতী মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি, যা আমি জাতির জনক শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হতে শিখেছি।
তিনি আরো বলেন, মায়ের থেকে শপিং এর টাকা নিয়ে গরিব মেহনতী মানুষের হাসি মুখে ফোটাচ্ছি। আর সুদূর ভবিষ্যতেও এভাবেই খেটে খাওয়া মানুষের পাশে থাকতে চাই।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯-মে) বিকেলে ঝিনাইদহ প্রাণকেন্দ্রে জেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ঝিনাইদহ ছাত্রলীগের চলমান কমিটির সাংগঠনিক মো: সজিব হোসাইন অসহায় মানুষের মাঝে ১৩০ প্যাকেট ইফতার বিতরণ করেন ।