কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাইয় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রায় ৩০জন কর্মীদের ঈদ উপহার প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ই মে) বিকালে কাপ্তাইয়ের রিভার ভিউ পার্কে কর্মীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী। এসময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, নারিকেল সহ আরও অনেক কিছু বিতরণ করা হয়।
কাপ্তাই ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিম উদ্দিনের নেতৃত্বে ও কাপ্তাই ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী মো. ইলিয়াছের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি সাগর চক্রবর্ত্তী, কাপ্তাই ইউপি আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার আলম, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মাহাদুল আলম, রাঙ্গামাটি জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য ও কাপ্তাই ইউপি সদস্য মো. সজিবুর রহমান, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুমায়ন করিম রাসেল, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক মো. রাসেদ প্রমুখ।