অন্য রকম ঈদ — আরহাম ইসলাম,৫ম শ্রেণী,উত্তরা,ঢাকা।
ছোটবেলা থেকে আমার যেগুলো ঈদের স্মৃতি মনে পড়ে। প্রতিটা ঈদেই আমি আনন্দ করেছি।
কেননা প্রতিটা ঈদেই আমি আমার আত্মীয় ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পেরেছি। প্রতিবার ঈদের অনেক আগে থেকেই পরিকল্পনা থাকত কোথায় কিভাবে ঈদ উৎযাপন করব। আমার বাবা মা ঈদের অনেক আগে থেকেই ভেবে রাখে যে ঈদের দিন আমরা কি করব। আমার বাবা মা আমার ও আমার আত্মীয়দের জন্য অনেক খেলনা কিনে আর সালামি দেয়। আমার খালা মামা আর দাদা নানিরাও আমাকে কাপড় ও খেলনা দেয়।
আমি আমার জীবনে যতগুলো ঈদ করছি তার মধ্যে একবার আমেরিকাতে করেছি আর একবার মালয়েশিয়াতে করেছি বাকি গুলোর মধ্যে কিছু দাদাবাড়ি কিছু নানাবাড়ী অথবা খালামনি বা মামাদের বাড়িতে মোটকথা কোন ঈদই একা একা নিজেদের বাসায় করিনি । এমনকি যখন মালয়েশিয়াতে ঈদ করেছি তখন চাচা বাড়িতে কাজিনদের সাথে মালয়েশিয়ার অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে অনেক মজার ঈদ করেছি। আর আমেরিকার ঈদ টাতো ছিল সব থেকে মজার।ঐবার ঈদে আমেরিকার অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি যেমন নায়াগ্রা ফলস,টুয়িন টাওয়ার,সি বিচ, ইত্যাদি জায়গায় অনেক মজা করেছি। আমিরিকাতে আমার অনেক কাজিন ছিল।
আমার বাবা -মার সাথে তাদের বন্ধুদের বাসায় গিয়ে অনেক মজা করেছি আর দেখেছি ওখানে বাঙালিরা কিভাবে ঈদ উৎযাপন করে। সবথেকে বড় কথা আমি আমেরিকাতেও ঈদের নামাজ মসজিদে গিয়ে সবার সাথে জামাতে পরেছি কিন্তু এবার মনে হয় সেই সুযোগ আর হবে না ।
এবার আর আগের মত কিছুই হবে না। আমি বড়দের সালামও করতে পারবো না আর তাদের কাছ থেকে সালামিও পাবো না । কোন আত্মীয়, বন্ধুদের সাথে খেলতে বা মজা করতে পারবো না। তারা বাজিও জ্বালাতে পারবো না ।তাদের সাথে পার্ক বা অন্য কোথাও যেতে পারবো না।
বাসায় বসে বাবা-মা আর আদরের ছোট ভাইকে নিয়ে আমরা চারজন বোরিং ঈদ উৎযাপন করব। তাই এবার ফোনে ফোনে আর ভিডিও কলে সবাইকে ঈদের সুভেচ্ছা বিনিময় করব।
আশা করি আমার মতো সবাই বাসায় থেকে নিরাপদে ঈদ উৎযাপন করবেন। ইনশাআল্লাহ্ আশা করি আগামি বছর সবাই আগের মতো আনন্দে ঈদ উৎযাপন করবো। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক- ২০২০ইং ও ১৪৪১ হিজরী।