কাপ্তাই প্রতিনিধি :
রাঙামাটি জেলার কাপ্তাইয়ে আবারও একজন সরকারি চাকুরীজীবীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত সরকারি কর্মচারির বয়স ৩৫ বছর বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, উক্ত সরকারি কর্মচারী গত ২৩ই মে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে রক্তের নমুনা চট্টগ্রামে প্রেরণ করেন। আজ সকালে আসা রিপোর্টে তার শরীরে করোনা শনাক্তের খবর পাওয়া যায়। এ নিয়ে কাপ্তাই উপজেলায় সর্বমোট ০২ জন করোনায় আক্রান্ত হয়েছে।