মনিরুজ্জামান মনির,(শৈলকুপা) ঝিনাইদহ-
ঝিনাইদহ সদর এলাকার মুরারিদহ গ্রামের মনোয়ারা বেগমের টিনের কাঁচা ঘর ঘূর্ণিঝড়ের প্রভাবে লন্ডভন্ড হয়ে যায়। এরপর মনোয়ারা বেগম এলাকার জনপ্রতিনিধিদের শরণাপন্ন হলেও কেউ তাকে সহায়তায় এগিয়ে আসে না। এরপর চলতে থাকে মনোয়ারা বেগমের মানবতার জীবন যাপন।
বিষয়টি নজরে আসে ঝিনাইদহের আলোচিত মহীয়সী নারী আরিফা ইয়াসমিন লিম্পার। যিনি করোনা সংকটের শুরু থেকে মানবিক কাজে ঝিনাইদহ জেলায় আলোচিত ও সবার নিকট প্রশংসিত হন।
এরপর তিনি নিজ উদ্যোগে এবং তার বন্ধুমহল 99 ব্যাচের সহযোগিতায় অসহায় মনোয়ারা বেগমের ঘর নির্মাণের জন্য নিজেই নতুন টিন নিয়ে হাজির হন মনোয়ারা বেগমের (৬০) বাড়িতে।
নতুন টিন পেয়ে মনোয়ারা বেগম অনেক খুশি হন।
আরিফা ইয়াসমিন লিম্পা আমাদেরকে জানান, “ঘর নির্মাণের মতো ব্যয়বহুল কাজ করার সাধ্য তার নেই, এসব কাজে এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতি আশা করেছিলেন তিনি। কিন্তু দুঃখের বিষয় কোন জনপ্রতিনিধি মনোয়ারা বেগমের পাশে দাঁড়ায়নি। তাই কষ্ট হলেও তিনি নিজ উদ্যোগে সামান্য সহায়তা করার চেষ্টা করেছেন।”