সাত রঙেরা ঝগড়া করে শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে,
আলো বলে শ্রেষ্ঠ আমি গুন বিচারে আমিই দামী।
বেগুনি রঙ খোশমেজাজী রাজপোশাকের উমেদারি
নীল ভাবে সে অভিজাত বজায় রাখে সু-সম্প্রীতি
আসমানী রং শান্ত স্বভাব গর্ব তাহার সাগর আকাশ
সবুজ সাজায় সতেজতা মর্ত্যলোকে প্রাণের প্রকাশ
হলুদ আছে বরণডালায় গ্রহ তারার কল্পকথায়।
কমলা আনে হৃদয়ে প্রেম, ভালোবাসা সুস্বাস্থ্যতায়
লালের দাবী প্রচণ্ড সে- শক্তিসাহস ধ্বংসলীলায়।
সবার দাবি শ্রেষ্ঠ আমি
রঙের কদর জানেন গুণী
সাদার বাহন বিশুদ্ধতা
সাতরঙেদের মিশ্রণতা
রঙ আমিত্বের ঝগড়া বিবাদ উঠলো যখন তুঙ্গে
কালোর চাদর ঢেকে দিল বেনী আসহকলা’র অঙ্গে
আঁধার বলে আলো বিহীন বড়াই করো কিসে
সুন্দর সবে যে যার রঙে, গর্ব করা শুধুই মিছে।
রংবাহারী সর্বালোকে প্রেমের বাঁশি বাজে
সাতরঙেরা বন্ধু হয়ে রংধনুতে সাজে।