মনিরুজ্জামান মনির,(শৈলকুপা) ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে আবারও একজন ব্যক্তি করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ী দৌলতপূর ইউনিয়নের হিঙ্গারপাড়া গ্রামে বলে জানা গেছে।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা ঐ গ্রামে যান এবং আক্রান্ত ব্যক্তির বাড়ী সহ পার্শবর্তী মোট তিনটি বাড়ী লকডাউন করে সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে দেন এবং লকডাউনকৃত বাড়ীর বাসিন্দাদের জন্য খাদ্যসামগ্রী সরবরাহ করেন।
এসময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ , স্থানীয় জনপ্রতিনিধি সহ অনেকে ।
উল্লেখ্য, আক্রান্ত ব্যক্তি গত ২৬ এপ্রিল তারিখের পূর্বে কক্সবাজার থেকে বাড়ীতে আসে বলে ঐ গ্রামের বিভিন্ন সুত্র জানিয়েছে, পরবর্তীতে সে করোনায় আক্রান্ত গুঞ্জন উঠলে গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলমত সংগ্রহকারীরা তার আলামত সংগ্রহ করে খুলনায় পরীক্ষার জন্য পাঠান । বিষয়টি সত্যতা স্বাস্থ্য কর্মকর্তা নিশ্চিত করেছেন।
রবিবার বিকালে পাঠানো আলামত পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে বিষয়টি জানাজানি হলে হৈচৈ পড়ে যায় ।
বর্তমানে ঐ গ্রামের মানুষ করোনা আতঙ্কে ভূগছে বলে জানাগেছে।