কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের খালের মুখ বিট এলাকায় বনদস্যুদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত
দেশিও তৈরি সারঞ্জম নিয়ে দল বেঁধে গাছ কাটার জন্য হরহামেশে হানা দেয় বনদস্যুরা।
খালের মুখ বিট অফিসার চন্দ্র শেখর জানান , তার নেতৃত্বে বিটের ১৯১৮ সনের বাগানে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে দু’রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে চলতি সপ্তাহে গাছকাটা সারঞ্জম ৬টি বড় গেদু দা , ২টি
করাত সহ বিবিধ জিনিস উদ্ধার করা হয়।
এদিকে বনদস্যুরা বন বিভাগের টহলরত লোকদের টের পেয়ে পালিয়ে যায় বলে বিট কর্মকর্তা উল্লেখ করেন।
উদ্ধার করা মালামালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে বন বিভাগ জানান।