মনিরুজ্জামান মনির, (শৈলকুপা) ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘প্রকৃতিকে বাঁচানোর এখনই সময়’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইদহ বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে জেলা ছাত্রলীগ।
শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের কেসি কলেজ চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সহ-সভাপতি সোহেল রানা, যুগ্ম-সম্পাদক আল ইমরান ,সাংগঠনিক সম্পাদক মোঃ সজীব হোসেনসহ অন্যারা উপস্থিত ছিলেন ।
নেতাকর্মীরা কলেজ চত্বরের বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ বলেন, মুজিববর্ষ ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা ঝিনাইদহেও বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছি। জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপপূর্ণ মৌলিক উপাদান হল অক্সিজেন। যা আমাদের যোগান দেয় উদ্ভিদ। জীবন ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই।
এজন্যই জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ কর্মসূচী পালন করা হয়েছে।