মনিরুজ্জামান মনির, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে আরো ৫ জনের করোনা শনাক্ত । ঝিনাইদহ জেলাকে গ্রীন জোন ঘোষণার একদিন পরে আবার নতুন করে ৫ করোনা রোগী শনাক্ত হয়েছে।
সোমবার সকালে ২৮ নমুনা পরীক্ষার ফলাফল আসে তাতে ৫ জনের পজিটিভ এসেছে।
ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয়ের মূখপাত্র ডাঃ প্রসেনজিত বিশ্বাস পার্থ জানান, সোমবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২৭ টি এবং পরে খুলনা থেকে আরও একটি নমুনা পরীক্ষার ফলাফল আসে। তাতে মোট ৫টি পজিটিভ এসেছে। ২৩টি নেগেটিভ।