মনিরুজ্জামান মনির,(শৈলকুপা) ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির নিজ বাড়িতে মৃত্যু ঘটেছে।
নিহতের নাম ইকরামুল জোয়ার্দ্দার (৫০)। সে আবাইপুর ইউনিয়নের যুগনী গ্রামের মতিয়ার জোয়ার্দ্দারের ছেলে।
আজ বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন তার দাফন সম্পন্ন করেছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) ডা. রাশেদ আল মামুন জানান, জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যাথা নিয়ে কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি ফিরে আসেন ইকরামুল জোয়ার্দ্দার। বাড়িতে গোপনীয় অবস্থা ছিলেন তিনি।
আজ তার মৃত্যু ও করোনা উপসর্গের খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।