মনিরুজ্জামান মনির, ঝিনাইদহঃ
ঝিনাইদহ র্যাবের অভিযানে এক মাদক ব্যাবসায়ী আটক করা হয়েছে। এসময় মাদক ব্যাবসায়ীরে কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঝিনাইদহের হামদহ এলাকা থেকে মাদক ব্যাবসায়ী সহ আটক করে র্যাব।
আটককৃত মাদক ব্যাবসায়ী জাকির হোসেন কালু (৩০) চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোঃ আব্দুল্লাহ মন্ডলের ছেলে।
ঝিনাইদহ র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে আমরা জানতে পারি একজন মাদক ব্যাবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্য ঝিনাইদহের হামদহ এলাকায় অবস্থান করছে। আমরা উক্ত সংবাদ এর ভিত্তিতে অত্র এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী জাকির হোসেন কালুকে আটক করতে সক্ষম হই। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ী কে মাদক মামলায় ঝিনাইদহ থানায় সোপর্দ করা হয়েছে।