কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার কাপ্তাই নৌবাহিনী রোড এলাকায় বন উন্নয়ন পরিচালকের পরিত্যক্ত বাসভবনের সামনে ২০১৯ সালের ১৮ অক্টোবর বন্যহাতির আক্রমনে কাপ্তাই নতুনবাজার নিবাসী আলী আজগর এর ছেলে মোঃ শিপন মিয়া(২৩) নিহত হয়। নিহত পরিবারকে পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের পক্ষ
হতে ১লাখ টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়। সোমবার(১৫জুন) সকাল ১০.৩০মিঃ
কাপ্তাই বন বিভাগের ‘বনফুল’ রেস্ট হাউজে নিহতের পিতা আলী আজগরের হাতে এ চেক বিতরণ করা হয়।
এসময় রাঙ্গামাটি বন সার্কেলের প্রধান বন সংরক্ষক ছানাউল্যা পাটোয়ারী ,উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল,পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ,কাপ্তাই সহকারী বন সংরক্ষক মোস্তাফিজুর রহমান,কাপ্তাই সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল ও কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মাহাবুব উল আলম সহ বিভিন্ন বন কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।
চেক বিতরণ শেষে ৫দিন ব্যাপী জাতীয় উদ্যানের স্মর্ট পেট্রোলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।