এস এম জীবন:
১৫ (জুন) সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৫০ নং ওয়ার্ড দক্ষিণ যাত্রাবাড়ী মধ্যে পাড়া এলাকায় করোনাভাইরাস দুর্যোগের কারণে কর্মহীন হয়ে পড়া ও গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা-৫ এর গণমানুষের নেতা কাজী মনিরুল ইসলাম মনু।
এ সময় কাজী মনিরুল ইসলাম মনু বলেন, খুঁজে খুঁজে সকল পেশাজীবী মানুষের মাঝে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। বিশ্বব্যাপী এই মহামারীতে ধৈর্য্য ধরে আল্লাহর ওপর ভরসা রেখে আমাদেরকে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আপনারা সরকারের ৩১ টি নির্দেশনা মেনে চলবেন, প্রয়োজনে খাবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শান্তনুর খান (শান্ত), মোঃ মিন্টু, আতিকুর রহমান সুমন, খোকন, নাহিদ, রুহল আমিন, শাহিন, তাহের প্রমূখ।