সেনাবাহিনী সরকার ঘোষিত রেড জোনগুলোতে টহল জোরদার করছে।
মঙ্গলবার (১৬ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেড জোনগুলোতে সরকারি নির্দেশাবলি যথাযথভাবে পালনের উদ্দেশে সেনাটহল জোরদার করা হচ্ছে।
রাজধানীসহ গোটাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে করোনাভাইরাস সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে এ বিষয়ে কর্মপন্থা গ্রহণের উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।