আফজল খান শিমুল:-
গত শনিবার(২০ জুন) সকাল ৭ টার দিকে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউপির কর্মমঠ গ্রামে, কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মফিজ গাজি (৩০) ও তাঁর ভাইসহ পরিবারের সদস্যদের উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে তাঁরই চাচাত ভাই জয়নাল আবেদীন নামে কতিপয় সন্ত্রাসীরা৷
আহতরা হলেন, তাঁর বড় ও ছোট ভাই ও ভাবি৷ তারা বর্তমানে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৷
ঘটনার বিবরণে জানা যায়, তাদের পূর্বে জমি সংক্রান্ত একটি বিরোধ ছিল, কিছুদিন আগে স্থানীয় শালিসের মাধ্যমে তার নিষ্পত্তি হয়৷ কিন্ত তারা সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় ঘটনার দিন সকালে ভূক্তভোগী শিক্ষক ও তার পরিবারের সদস্যরা কর্মমঠ বাজারে যাওয়ার সময় সন্ত্রাসীরা রড ও স্থানীয় দেশী অস্ত্র নিয়ে অতর্কিত তাদের উপর ঝাঁপিয়ে পরে৷ এতে তারা মারাত্মক আহত হয়ে পরলে স্থানীয় লোকজন সদর আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷
এ ব্যপারে আহত শিক্ষক বাদি হয়ে আটজনের নাম উল্লেখ করে আখাউড়া থানায় মামলা দায়ের করেন৷
জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী বলেন, শিক্ষকের অভিযোগ পেয়েছি, থানায় মামলা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ৷