এইচ আর রুবেল ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
অলিপুরে সিএনজি উল্টে পল্লী বিদ্যুৎ কর্মী গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে দশটায় শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর যাওয়ার পথে অলিপুরে দূর্ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, সিএনজিটি শায়েস্তাগঞ্জ হতে মাধবপুর যাচ্ছিলো তখন অলিপুরে চলন্ত অবস্থায় সিএনজির চাকা খুলে যায়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় সিএনজিতে থাকা পল্লী বিদ্যুৎ কর্মী আবু নাসের গুরুতর আহত হন, পরে স্থানীয় বাসিন্দারা এসে আবু নাসেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন।
পরবর্তীতে হবিগঞ্জ সদর হাসপাতালে আবু নাসেরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
দূর্ঘটনা কবলিত সিএনজিটি পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নি।