মনিরুজ্জামান মনির, শৈলকুপা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার উপজেলার বড়দহ ব্রীজ এলাকায় অবস্থিত কনস্ট্রাকশন ফার্ম মনিকো লিমিটেড এর গোডাউন থেকে তার চুরি চক্রের প্রধান ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো আশিকুর রহমান পিং আজগর আলি সাং- বারইহুদা,কুষ্টিয়া ও ইমদাদুল হক পিং- আইনুল হক, সাং-নিজশেখ সুন্দর ,উপজেলা হাতিবান্ধা,জেলা লালমনিরহাট।
শৈলকুপা থানার এস আই শিহাবউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ তাদেরকে বরদহ এলাকার ডিপো থেকে আটক করে।
পুলিশ সূত্র জানায় কনস্ট্রাকশন কাজে ব্যবহার করার উদ্দেশ্যে আনা হাই ভোল্টেজ ক্যাবল, ওয়েল্ডিং ক্যাবল, ওয়ারিং ক্যাবলের ভিতরে থাকা তামা বের করে বিভিন্ন সময়ে তারা বিক্রয় করে আসছিল। এ পর্যন্ত এই চক্র প্রায় আট লক্ষ টাকার তামা বিক্রয় করেছে বলে যানা যায়। উক্ত বৈদ্যুতিক তারের খোসা আলামত হিসেবে পুলিশ উদ্ধার করেছে।
শৈলকুপার থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, অভিযোগের ভিত্তিতে ২ জন কে আটক করা হয়েছে অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।