কাপ্তাই প্রতিনিধি ,
রাঙামাটির জেলার কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গাছড়া এলাকা হতে একটি বন্য হরিণের ছানা উদ্ধার করেছে কাপ্তাই থানা পুলিশ।
সোমবার (২৯ জুন) সকালে কাপ্তাই থানা পুলিশ উক্ত এলাকায় গিয়ে হরিণ ছানাটি উদ্ধার করে।
ঘটনাসূত্রে জানা যায়, কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউপি এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা রাজন দাসের বাসায় গত ২৮ জুন সকালে পালিত ছাগলের সাথে বন থেকে আসা একটি হরিণের ছানা দেখতে পান স্থানীয়রা। এই সময় বাচ্ছা ছানাটিকে বিক্রয় করার জন্য আটক করে রাখা হয়।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে অবহিত হলে কাপ্তাই সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দীন মামুন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছারকে অবহিত করলে তিনি তৎক্ষণাৎ কাপ্তাই থানা পুলিশকে হরিণছানাটি উদ্ধার করতে বলেন। এরপর সোমবার(২৯ জুন) সকালে তিনি এবং কাপ্তাই থানা পুলিশের ওসি নাসির উদ্দীন সহ পুলিশ সদস্যরা হরিণ ছানাটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, উদ্ধারকৃত হরিন শাবকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।
এ সময়ে কাপ্তাই রেঞ্জকর্মকর্তা মাহবুব উল আলম, রামপাহাড় বিট কর্মকর্তা শহিদুলইসলাম, বনপ্রহরী আকতার আলম ,ও ফরিদ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।