মনিরুজ্জামান মনির, (শৈলকুপা) ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় বেকার যুব পুরুষ ও মহিলাদের সাত দিন ব্যাপি গরু মোটাতাজা করণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলার সাধুহাটি প্রাথমিক বিদ্যালয়ে সাত দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক রিয়াজুল আলম খান।
উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদার রশিদের সঞ্চালনায় ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা।
মোট ৩৫ জন যুব পুরুষ ও মহিলা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।