ঝিনাইদহ প্রতিবেদকঃ
শারমিনের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার কাঁচেরকাল গ্রামে। স্বপ্ন একটু পাঁকাঘরে বসবাস। স্বপ্ন পূর্ণ হয়েছিল। আবেদনের পর সবকিছু যাচাই বাছাই শেষে ২০১৮-১৯ অর্থ বছরে তা পূরণ করনে শৈলকুপার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি।
কিন্ত দুই অর্থ বছর শেষ হলেও এখনো নির্মাণ শুরু হয়নি। যায়গা আছে ঘর নেই শারমিনের বাসগৃহের স্বপ্ন এখন শুধু স্বপ্ন ।
উপজেলা প্রকল্প অফিস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাঁচেরকোল ইউনিয়নের স্বজল হোসেনের স্ত্রী শারমিনের নামে ২০১৮-১৯ অর্থ বছরের ত্রাণ মন্ত্রনালয়ের দূর্যোগ সহনীয় একটি বাসগৃহ বরাদ্ধ হয়। যার অর্থ বরাদ্ধ ২ লাখ ৫৮ হাজার ৫শত ৩১ টাকা।
যা ঐ বছরেই শেষ হওয়ার কথা। কিন্ত কাজের পিআইসি ইউপি চেয়ারম্যান দুই অর্থ বছরেও তা শুরু করেননি। এ ঘর বরাদ্দের কিছু অর্থও উত্তোলিত হয়েছে বলে জানা যায়।
তবে দ্রুত কাজ শুরু করবেন বলে জানান প্রকল্পের পিআইসি ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুন।
তবে শেষ পর্যন্ত শারমিনের স্বপ্ন পূরণ হবে তো ? এমনই প্রশ্ন শারমিনের স্বজনদের।
পাঁকা ঘরের স্বপ্ন নিয়ে অপেক্ষায় থাকা শারমিন জানান, সকল যাচাই বাছাই শেষে তিনি একটি সরকারী ঘর বরাদ্ধ পান। গত আগষ্টে কিছু নিম্নমানের ইট আসে ঘর নির্মানের জন্য। এই শেষ! এরপর আর কেউ এ ঘর নির্মান করতে আসেনি। যে ইট আনা হয়েছিল তাতে শেউলা জমে গেছে। সরকারের দেওয়া তার এ ঘর আর নির্মাণ হবে কিনা তিনি তা জানেন না।
৫নং কাঁচেকোল ইউনিয়নের দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের পিআইসি ইাউপি চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন জানান, ২০১৮-১৯ অর্থ বছরে বরাদ্ধকৃত দুটি ঘর তিনি আর্থিক কারনে যথা সময়ে নির্মান সম্পন্ন করতে পারেন নি। একটি নির্মান প্রায় শেষ আর আরেকটি তিনি দ্রুত শুরু করবেন বলে জানান।
উপজেলা প্রকল্প কাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহিল আল মাসুম বলেন, ৫নং কাঁচেরকোল ইউনিয়নের ২০১৮-১৯ অর্থ বছরের বরাদ্ধকৃত দূর্যোগ সহনীয় একটি ঘর এখনো নির্মান হয়নি। ঘর বরাদ্দের পর থেকে তিনি চলতি দায়িত্ব পালন করছেন। অনেক তাগাদা দেওয়ার পরও তিনি কাজ শুরু না করায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।
তবে এ প্রকল্পের কোন টাকা উত্তোলিত হওয়ার বিষয় অস্বীকার করলেও তিনি জানান ঘর নির্মানের এঙ্গেল ও টিন তারা দিয়েছেন।
দুই বছর পার হলেও দুর্যোগ সহনীয় গরিবের বাসগৃহ নির্মাণ না হওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারটি পিআইও অফিস ভালো বলতে পারবেন।