মমিনুল ইসলাম:-
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪নং সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান মনজুর মোর্শেদ স্বপন মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…… ……রাজিউন)। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুমের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, শনিবার দুপুরে তিনি ঢাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হন। পরে একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য ২০১৬ সালে ইউপি নির্বাচনের পর পরবর্তীতে উপ-নির্বাচনে তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।