করোনায় কষ্ট থাকলেও ,
যে শিক্ষা দিয়েছে আমাদের ,
তা বাস্তব সত্য।
আমাদের অসভ্য কে সভ্য করেছে।
সকলের সাথে আন্তরিকতা,ভালোবাসা শিখিয়েছে।
শিখিয়েছে দূষণমুক্ত সমাজ।
ধর্মের হয়েছে জয় অধর্মের ক্ষয়।
হয়তো কেড়ে নিয়েছে অনেক প্রাণ।
ক্ষতি হয়েছে প্রচুর।
সমস্যায় পড়েছে গরিব মানুষের দল ।
তারি মাঝে করেছে কত ছল আর খল।
ওরা হলো নিষ্ঠুর পাপিষ্ট দল।
যারা অন্যের অর্থ চুরি করে খায়,
ধর্ম কি তাদের দিকে বিকৃত নজরে চায় ?
কত মানুষ করল দান, পাইল ফিরে প্রাণ।
কেউবা পেলনা কিছুই এই দুঃসময়ে।
সম রাজনীতি সম ধর্মনীতি যখন হবে,
সেই দেশ ও জাতি সমৃদ্ধ হবে।
দেশের মানুষ আনন্দ চিত্তে,
তাদেরকেই আশীর্বাদ করবে।